রুদ্র স্মরণে বাগেরহাটে আবৃত্তি সন্ধ্যা
কবি রুদ্র মহাম্মদ শহিদুল্লাহ’র জন্ম বার্ষিকী স্মরণে বাগেরহাট থিয়েটার আয়জন করেছে তাঁর প্রেমের কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘অভিমানের খেয়া’। মঙ্গলবার সন্ধা ৭টায় রুদ্রের লেখা প্রেমের কবিতা নিয়ে বাগেরহাট থিয়েটারে শুরু হবে এ অনুষ্ঠান। আবৃত্তিকার নাজমুল আহসানের গ্রন্থনা, পরিকল্পনা এবং নির্দেশনায় ‘অভিবানের খেয়া’ শিরনামে রুদ্রের প্রেমের কবিতা আবৃত্তির এ অনুষ্ঠানে বাগেহরাট থিয়েটার …
বিস্তারিত »