বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ সমর্থীত এস.এম.মাহাফুজুর রহমান (দোয়াতকলম) এবং বিএনপি সমর্থীত সরদার জাহিদ (আনারস) এর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ঘটনা ঘটেছে। এসময় নারীসহ উভয় পক্ষের অন্তত্য ৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার চন্দ্রপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চন্দ্রপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দু’পক্ষের সমর্থকদের মধ্যে এ ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ১নং চন্দ্রপাড়া ওয়ার্ড় বিএনপির সভাপতি হুমাউন কবির শেখ (৪৮) সহ ৩ জন আহত হয়েছেন।
এসময় তাদের লাঠির আঘাতে তার মাথা ফেটে যায়। পরে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এসময় আ’লীগ সমর্থীত দোয়াতকলম প্রতীকের এস.এম.মাহাফুজুর রহমানের ভোটার নং প্রদানের অফিসের পোষ্টার ছিড়ে ফেলা এবং মহিলাসহ ৪ সমর্থকে আহত করার অভিযোগ করেছেন এস.এম.মাহাফুজুর রহমানের (দোয়াতকলম) সমর্থকরা।
কেন্দ্রে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ বাগেরহাট ইনফো ডটকমকে জানান, কেন্দ্র থেকে প্রায় ১৫০ গজ দুরে এ ঘটনা ঘটে। তবে এতে ভোট কেন্দ্রে কোন সমস্য হয় নি।
ঘটনার পর সকাল সাড়ে ১০টায় সরজমিন চন্দ্রপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, পরিস্থিতি শান্ত রয়েছে। কেন্দ্রে ভোটার উপস্থিতিও রয়েছে সাভাবিক।