উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে বাগেরহাটের কচুয়া উপজেলায় আ’লীগ এবং ফকিরহাটে বিএনপি সমর্থক প্রার্থীর এগিয়ে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই উপজেলার ৬১ কেন্দ্রের ৬০টি কেন্দ্রে চলে ভোটগ্রহণ।
কচুয়া উপজেলায় মোট ভোটকেন্দ্র ছিল ২৮টি। ফলাফল ঘোষিত হয়েছে ১৭ টি কেন্দ্রের।
সবশেষ ফলাফল অনুযায়ী দোয়াত কলম প্রতিকে আ’লীগ সমর্থীত প্রার্থী এস.এম.মাহফুজুর রহমান ১৩ হাজার ৪৫২ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীক নিয়ে প্রার্থী বিএনপি সমর্থীত সরদার জাহিদ পেয়েছেন ১০ হাজার ৯৬৫ ভোট।
অপরদিকে ফকিরহাট উপজেলায় ৩৩টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থাগিত করা হয়। ফলাফল ঘোষিত হয়েছে ১৭ টির।
এখন পর্যন্ত ঘষিত ফলাফল অনুযাই চেয়ারম্যান পদে বিএনটি সমর্থীত প্রার্থী শেখ শরিফুল ইসলাম কারিম দোয়াত কলম প্রতিক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৮৪৭ তার নিকটমত প্রার্থী আ’লীগ সমর্থীত মটর সাইকেল প্রতিক নিয়ে সরদার নিয়মত হোসেন পেয়েছেন ১১ হাজার ৬৩৪ ভোট।
দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত এ ফলাফল ঘোষণা করেছেন।