”রাষ্ট্রভাষা আন্দোলনও করিলিরে বাঙলী, তোরে ঢাকার শহর রক্তে ভাসাইলি“– গানের রচয়িতা চারণ কবি শামসুদ্দিন আহমেদ কে সম্মাননা প্রদান করেছে সামছউদ্দীন-নাহার ট্রাস্ট।
একুশে ফেব্রুয়ারি উৎযাপন উপলক্ষে শনিবার ট্রাস্টের আয়জনে বাগেরহাটের বেমরতায় সপ্তাহ ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিনে এ সম্মাননা প্রদান করা হয়।
ভাষা আন্দোলন পরবর্তী প্রথম গানের জন্য ট্রাস্টের পক্ষ থেকে চারন কবি শামসুদ্দীন আহমেদের ছোট ছেলে মুকুলের হাতে এ সম্মননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলন পরবর্তী প্রথম গানের জন্য এর রচয়িতা চারণ কবি শামসুদ্দিন আহমেদকে রাষ্টিয় ভাবে স্বীকৃতি ও সম্মাননা প্রদানে দাবি জানান।
সপ্তাহ ব্যাপী আয়াজনের শেষ দিনে ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি ‘একুশের গান’ পরিবেশন করেন স্থানীয় সপ্তর্ষী শিল্পগোষ্ঠী শিল্পিরা। সবশেষে এস. বোসের জাদু প্রদশর্নীর মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।
প্রসংঙ্গত, চারণ কবি শামসুদ্দিন আহমেদের জন্ম বাগেরহাট সদর উপজেলার ফতেপুর গ্রামে। বায়ান্নর ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৪৪ ধারা ভেঙে মিছিলের সময় পাক সেনাদের নির্বিচার গুলিতে ঢাকার রাজপথে ছাত্র নিহত হওয়ার ঘটনার দিনই (২১শে ফেব্রুয়ারি) রাতেই “রাষ্ট্রভাষা” নামে গানটির রচনা করেন তিনি।