প্রচ্ছদ / খবর / প্রতীক বিক্রির ভ্রাম্যমান হাট!

প্রতীক বিক্রির ভ্রাম্যমান হাট!

Bagerhat-Protik-Hat-1চলছে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন। তাই দেশজুড়ে এখন নির্বাচনের হাওয়া। এরই মধ্যে শেষ হয়েছে প্রথম দফার নির্বাচন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফায়  অনুষ্ঠিত হবে দেশের ১১৭ টি উপজেলা পরিষদ নির্বাচন।

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে বাগেরহাটের ফকিরহাট ও কচুয়া উপজেলায় হচ্ছে নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে উপজেলা গুলোতে প্রচার প্রচারণার সময়।

বলা চলে রাত পোহালেই নির্বাচন। তাই তো নির্বাচনের প্রতীক বিক্রীর মৌসুমি ব্যবসায় নেমেছেন খুলনার মো. দেলোয়র হোসেনসহ অনেকে।

উপজেলা নির্বাচনের প্রতিদন্দ্বি প্রার্থীদের প্রতিক নিয়ে তাদের এই ভিন্ন ধর্মী ব্যবসা। ঘড়ি, আনারস, তালা, চশমা, উড়োজাহাজ, হাঁস, টিউবয়েল প্রভৃতী প্রতিক সম্বলিত কার্ড আর ব্যাচ নিয়ে তারা বসিয়েছেন প্রতীক বিক্রীর ভ্রাম্যমান হাট।

নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বসেছে ব্যতিক্রমী এ ভ্রাম্যমাণ প্রতীক বিক্রির হাট।

Bagerhat-Protik-Hat-2বৃহস্পতিবার নির্বাচন, নির্বাচনের সংবাদ সংগ্রহের অনুমতি নেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে গিয়ে হঠাৎ চোখ আটকে যায় ব্যতিক্রমী এই প্রতীকের হাটে। কিছুটা সময় অপেক্ষা করে ক্রেতাদেরও দেখা পাওয়া যায়। তারা সবাই উপজেলা নির্বাচনে বিভিন্ন প্রার্থীর সমর্থক।

কথা হয় প্রতীক মৌসুমি ব্যবসায়ী দেলোয়ার হোসেনের সঙ্গে। বাগেরহাট ইনফো ডটকমকে তিনি জানান খুলনা থেকে তারা ৪ জন এসেছেন। তাদের সবার বাসা খুলনার ফুলবাড়ি গেট এলাকায়।

দেলোয়র হোসেন জানান, তিনি পান-বিড়ি বিক্রেতা। খুলনার ফুলবাড়ি গেটে তার ছোট্ট একটি দোকানও আছে। তাদের বাকি ৩ জনের এক জন পেশায় টেম্পু চালক, একজন মুদি দোকানের কর্মচারী আর একজন রিকশা চালক।

নির্বাচনকে কেন্দ্র করে একটু লাভের আসায় তাদরে এই বেতিক্রমী ব্যবসা। তবে ব্যবসা তেমন ভালনা বলে জানান তিনি ।

তিনি বলেন, আজ জেলার ৫ উপজেলার প্রতিক। বরাদ্দ তাই আশা করছেন প্রার্থীদের প্রতিক বরাদ্দ শেষে জমবে তাদের এই মৌসুমি ব্যবসা।

২৫ ফেব্রুয়ারি ২০১৪ :: ইনজামামুল হক
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক