বাগেরহাটের মংলায় চিলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। যাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টায় চিলা বাজারে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলাম হাওলাদার ও শফিকুল ইসলাম রাসেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের ১৫ সমর্থক আহত হয়েছেন।
চিলা ইউজি চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম হাওলাদার জানান, নির্বাচনী প্রচারনা শেষে চিলার বৈদ্ধমারী বাজারে চেয়ারম্যান প্রার্থী মো. শফিকুল ইসলাম রাসেলের সমর্থকরা তার সমর্থকদের অতর্কিত হামলা চালায় । এ হামলায় তার অন্তত ১০জন সমর্থক আহত হয়।
তবে আহতদের মধ্যে তার গ্রুপের ওবায়দুল হাওলাদার (৪৫), এলিট হাওলাদার (৩০), মতিন হাওলাদার (৫০) ও মজিবর মেম্বরের অবস্থা গুরুতর ।
তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
তবে এ ব্যাপারে অপর চেয়ারম্যান প্রার্থি শফিকুল ইসলাম রাসেলের বক্তব্য পাওয়া যায় নি।
সংঘর্ষের ঘটনা স্বীকার করলেও মংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরনুল ইসলাম এটাকে নির্বাচন কালীন সংঘর্ষ বলে অস্বীকার করেন। তিনি এটাকে দেনা পাওয়া নিয়ে সংঘর্ষ হয়েছে বলে বাগেরহাট ইনফো ডটকমকে জানিয়েছেন।
এ ঘটনায় রাত সাড়ে ১১টা পর্যন্ত থানায় কোন অভিযোগ আসে নি বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, সম্প্রতি উপজেলার চিলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোজাহারুল ইসলাম বাধ্যক্য জনিত কারণে মারা গেলে এ ইউনিয়নে চেয়ারম্যান পদটি শূণ্যতা সৃষ্ঠি হয়। আগামী ১রা মার্চ এখানে উপ- নির্বাচন।
এ নির্বাচনে বিএনপির ২জন এবং আওয়ামীলীগের ৪জন প্রতিদ্বন্ধিতা করছেন।