উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের কচুয়ায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এসএস মাহফুজুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি, প্রতিপক্ষ প্রার্থীর ভোটর-সমর্থকদের ভয়ভীতি, মার ধর ও মিথ্যা হয়রানী মূলক মামলা দিয়ে ভোট কেন্দ্রে না আসার হুমকি প্রদানের অভিযোগ করেছে জেলা বিএনপি।
সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির সভাপতি এম এ সালাম এই অভিযোগ করেন।
এ সময়ে তিনি আওয়ামীলীগ সমর্থীত ওই প্রার্থীর বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের উপর হুমকি-ধামকির অভিযোগ করেন। একই সাথে তিনি ধোপাখালী, গজালিয়া ও রাঢীপাড়া ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রে বিএনপিসহ ১৯ দলীয় জোটের নেতা-কর্মীদের এলাকা ছেড়ে অন্য চলে যাওয়ার হুমকি-ধামকি চলছে বলে অভিযোগ করেন।
আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী নির্বাচনী আচারন বিধি লংঘন করে প্রতিপক্ষ বিএনপি সমর্থিত প্রার্থী সরদার জাহিদ হোসেনের কর্মী সমর্থকদের হয়রানী করার জন্য রবিবার রাতে নিজস্ব লোক দিয়ে গজালিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদ ও আঃলীগের প্রার্থীর নির্বাচণী অফিসে অগ্নিসংযোগ করে ১৯ দলীয় নেতা-কর্মীদের উপর চাপিয়ে হয়রানীর চেষ্টা করা হচ্ছে বলে দাবী করেন।
সংবাদ সম্মেলনে এসব ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্ব আইনানুক ব্যবস্থা গ্রহনের দাবী জানান বিএনপি নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, আওয়ামীলীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এস.এম.মাহফুজুর রহমান কোন কিছুর তোয়াক্কা না করে একের পর এক নির্বাচণী আচারন বিধি লঙ্ঘন ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
এসব বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেও সরদার জাহিদ কোন প্রতিকার পাচ্ছেন না। আর এ কারণে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তার ও আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যদের টহলের দাবী জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি এ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু, সাধারন সম্পাদক আলী রেজা বাবু, মোজাফফর রহমান আলম, শেখ শাহেদ আলী রবি, সিরাজুল ইসলাম, আসাফুদ্দৌলা জুয়েল, হিন্দু-বৌদ্ধ কল্যান ফ্রন্ডের সভাপতি প্রদিপ বসু সন্তু, শরিফুল ইসলাম প্রমুখ।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজরুম এডিটর/বিআই