উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ দফায় বাগেরহাটের চিতলমারী ও মোল্লাহাট উপজেলায় মোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার বিকালে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত প্রার্থীরা রির্টানিং ও স্ব স্ব সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়পত্র দাখিল করেন।
জেলা ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে –
চিতলমারী উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহন আলী বিশ্বাস, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান শামীম, উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ কাজী মনোয়ার হোসেন, যুবলীগ নেতা শেখ বাবুল হোসেন, সুলতান আহমেদ মুন্সী, বড়বড়িয়া ইউপি চেয়ারম্যন অহিদুজজামান পান্না, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মণ্ডল, আওয়ামী লীগ নেতা এ্যাডঃ শরৎ চন্দ্র মজুমদার।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব আলী ফরাজী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো.শেখ রাশেদ পুকুল, হেমায়েত উদ্দিন, যুবলীগ নেতা মাহাতবুজ্জামান, খান সেকেন্দার আলী, ছাত্র নেতা সর্দার মেহেদী হাসান, কামরুজ্জামান ফকির, শাহাজান শিকদর, চরবানিযারী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক অসীম কুমার সমাদ্দার।
মহিলা (নারী) ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান শিবানী রানী বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামীল লীগ সভানেত্রী হেলেনা পারভিন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা সাবেরা বেগম স্বপ্না কামাল, থানা মহিলা দলের সভানেত্রী রুনা গাজী।
একই সময়ে মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে মোট ১৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।
এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, আ’লীগের শাহিনুল আলম ছানা, মোঃ মোতাহার হোসেন মোল্লা, এস.এম জিয়াউর রহমান দিপু, বিএনপি‘র শেখ হাফিজুর রহমান, চৌধুরী সেলিম আহম্মেদ ও এস.এম সিদ্দিকুর রহমান।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, আ’লীগ’র এস.এম নাসির উদ্দিন, মোঃ সেলিম রেজা, মনোজ কুমার পাল, এস.এম জামিরুল হক মিন্টু, বিএনপি‘র মেজবাহ উদ্দিন সরদার, হারুণ আল রশিদ ও শাহিন শেখ।
মহিলা (নারী) ভাইস চেয়ারম্যান পদে, আ’লীগের জেসমিন সুলতানা মিতা, হীরা খানম টুকটুকি ও খুরশিদা আক্তার মনোনয়নপত্র দাখিল করেন।
চিতলমারী উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার রাহুল রায় এবং মোল্লাহাট উপজেলা নির্বাচন অফিসার এ সব তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সভা কক্ষে মনোনয়নপত্র বাছাই, ৬ মার্চ প্রত্যাহার এবং ৭ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।