সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালীর সুখপাড়া সংলগ্ন বঙ্গোপসাগরে পক্ষিদিয়া চর এলাক থেকে অপহৃত ২০ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার সকালে দক্ষিণ জোনে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে একটি ট্রলারসহ তাদেরকে উদ্ধার করেছে।
সুন্দরবনসংলগ্ন বরগুনা জেলার অন্তরগত পক্ষিদিয়ার চর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। ভোলাস্থ কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের স্টাফ অফিসার মুষ্টি মাহমুদ গতকাল সোমবার সন্ধা ৬টার সময় মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া জেলেরা পাথরঘাটা স্টেশনে কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। এদের মধ্যে বাগেরহাটের শরণখোলার চার জেলে রয়েছেন।
এরা হলেন, উপজেলার রাজৈর গ্রামের এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি মো. শাহিন (২৮), এককই গ্রামের ট্রলার মালিক জামাল হাওলাদার (৪৫), নলবুনিয়া গ্রামের এফবি ঊর্মি ট্রলারের মাঝি জাকির হোসেন (৩৫) ও কদমতলা গ্রামের এফবি বিধান ট্রলারের মাঝি শাহজাহান ফকির (৪০)।
অন্য জেলেদের বাড়ি বাগেরহাট, পাথরঘাটা, পাড়েরহাট, তূষখালীসহ বিভিন্ন এলাকার বলে জানা গেছে।
জাতীয় মৎস্য সমিতির শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মজিবর তালুকদার জেলেদের বরাত দিয়ে বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বনদস্যু জাহাঙ্গীর বাহিনী ও ফরহাদ বাহিনী একত্রিত হয়ে জেলে অপহরণের ঘটনা ঘটিয়েছে।
ভোলাস্থ কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা কমান্ডার মুফতি মাহমুদ বাগেরহাট ইনফোকে জানান, রোববার রাতে ৩০-৪০ জনের একটি সশস্ত্র দস্যু দল ট্রলার যোগে এসে সাগরে মাছ ধরারা জেলেদের ট্রলারে হানা দেয়। এসময় দস্যুরা একটি ট্রলারসহ প্রত্যেক জেলে ট্রলার থেকে ২০ জন মাঝিকে তুলে নিয়ে যায়।
খবর পেয়ে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. শহিদ আহসানের নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল ওই রাতেই অভিযান শুরু করেন।
তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পক্ষিদিয়া চরে একটি ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ডের সন্দেহ হলে তারা ট্রলারটির দিকে অগ্রসর হয়। এসময় দস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। কোস্টগার্ডও পাল্টা গুলি চালালে দস্যুরা অপহৃত জেলেদেরসহ ট্রলারটি ফেলে বনের মধ্যে পালিয়ে যায়।
পরে কোস্টগার্ড ২০ জেলেসহ ট্রলারটি উদ্ধার করে পাথরঘাটা স্টেশমনে নিয়ে আসে।
উদ্ধার হওয়া জেলেরা সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং তাদেরকে নিজ নিজ এলাকায় পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওই কর্মকর্তা।
বর্তমানে সুন্দরবন ও উপকূলীয় এলাাকয় দস্যুদের আটকে অভিযান চলছে বলে কোস্টগার্ড সূত্র জানা গেছে।