জাটকা রক্ষা কার্যক্রমের আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জে কোস্টগার্ডের হাতে আটক হওয়া কোটি টাকা মূল্যের নিষিদ্ধ জাল (কারেন্ট জাল) আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম এর উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে এ জাল ধ্বংস করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মামুনুর রশিদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আশরাফ হোসেন, সহকারী সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ইয়াকিন আলী ও চেয়ারম্যান এইচ.এম মাহামুদ আলী।
কোস্টগার্ড মোরেলগঞ্জ-শরণখোলা জোনের এসসিপিও (এক্স) শহিদুল আলম জানান, মোরেলগঞ্জের পানগুছি ও শরণখোলার বলেশ্বর নদীতে গত ৫দিন ধরে অভিযান চালিয়ে দেড় লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, নেট জালসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল আটক করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬ লক্ষ টাকা।
বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত বসিয়ে এসব জাল পুড়িয়ে ধ্বাংস করা হয়।