আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের ফকিরহাট ও কচুয়া উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল বুধবার প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্ধ দেয়া হয়।
জেলা নির্বাচন অফিসার মো: রুহুল আমিন মল্লিক বাগেরহাট ইনফোকে জানান, বাগেরহাটের ২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
জেলা ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে-
কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে সরদার জাহিদ (বিএনপি) আনারস, এস.এম.মাহাফুজুর রহমান (আ’লীগ) দোয়াতকলম, হাজরা দেলোয়ার হোসেন (আ’লীগ) মোটরসাইকেল, শেখ সাইফুল ইসলাম (স্বতন্ত্র) হেলিকপ্টার।
ভাইস চেয়ারম্যান পদে এস.এম.আবুবকর সিদ্দিক (আ’লীগ) তালা, মোঃফিরোজ আহমেদ (আ’লীগ) উড়োজাহাজ, হাজরা ওবায়দুর রেজা সেলিম (আ’লীগ) চশমা, মোঃ মাহামুদুল হাসান (ইসলামী আন্দোলন) জাহাজ, শেখ লুৎফর রহমান (বিএনপি) টিউবঅয়েল, শেখ জাহাঙ্গির হোসেন (বিএনপি) বই, হাজরা আতিকুল ইসলাম লাবলু (বিএনপি) ভাল্ব, আলহাজ্ব শেখ মোকসেদ আলী (বিএনপি) টিয়াপাখি।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা সরোয়ার (আ’লীগ) হাঁস, শাহিদা আক্তার (বিএনপি) কলস।
ফকিরহাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন নির্বাচন করছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে শেখ আলী আহম্মেদ (কাপ-প্রিস), সরদার নিয়ামত হোসেন (মটরসাইকেল), শেখ কামরুল ইসলাম গোরা (আনারশ) ও শেখ শরিফুল কামাল কারিম (দেয়াত-কলম)।
এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে শেখ মিজানুর রহমান (তালা), শেখ দেলোয়ার হোসেন (চশমা), ও মোঃ নুরমোহম্মদ মোড়ল (টিউবঅয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহুরা খানম (কলস) ও নাদিয়া ইয়াসমিন তুরানী (পদ্মফুল)।
এদিকে, নির্বাচনের কারনে এই দুই উপজেলা সর্বত্র এখন নির্বাচনী আমেজ। উপজেলা শহরসহ গ্রামঞ্চল ও বিভিন্ন চায়ের দোকানে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রার্থীরা বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় সহ দোয়া কামনা করছেন। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।