সুন্দরবনের লাউডোব এলাকা হতে একটি রয়েল বেঙ্গল টাইগার আটক করে গভীর রাতে একটি পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে।
রাতে আধারে এভাবে বাঘ নেওয়াকে এলাকাবাসী পাচার হিসাবে দেখছেন। তবে বনবিভাগ জানিয়েছে, বাঘটি অসুস্থ, তাই চিকিৎসার জন্য বঙ্গবন্ধু সাফারী পার্কে নিয়ে যাওয়া হয়েছে।
সুন্দরবনের করমজল ফরেষ্ট ষ্টেশনের কর্মকর্তা আব্দুর রব পাচারের অভিযোগ অস্বীকার করে জানান, আগে তারা দেখতে পান, বাঘটি অসুস্থ। এরপর সুন্দরবনের ঢাংমারী স্টেশনের লাউডোব এলাকায় অসুস্থ বাঘটি উদ্ধারে অভিযান শুরু করে তারা।
পরে শুক্রবার সন্ধ্যায় লাউডোব ফরেষ্ট অফিসের পুকুর পাড় থেকে রয়েল বেঙ্গল টাইগারটি ফাঁদে আটকাতে তারা সক্ষম হয়।
বন্যপ্রানী ও পরিবেশ সংরক্ষনের সুন্দরবন বিভাগীয় কর্মকর্তা মোঃ জাহিদুল কবির বাগেরহাট ইনফো ডটকমকে জানান, অসুস্থ বাঘটি চিকিৎসা করানোর জন্য বঙ্গবন্ধু সাফারী পার্কে পাঠানো হয়েছে। বাঘটি প্রায় ৯ ফুট লম্বা ও ৮৫ কেজি ওজনের ।
এর সামনের ‘বা’পায়ের নিচের দিকে বড় আকারের ক্ষত হয়েছে।
প্রত্যাক্ষদর্শী হাবিব বাগেরহাট ইনফোকে বলেন, শুক্রবার রাত ৩ টার দিকে গোপনে একটি পিকআপ ভ্যানে করে বাঘটি নিয়ে যাওয়া হয় । এর পর থেকে বাঘটি চিকিৎসার নামে পাচার করা হয়েছে বলে এলাকায় চাউর শুরু হয়।
পূর্ব সুন্দর বিভাগীয় বন কর্মকর্তা আমীর হোসেন বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বর্তমানে বাঘটি আশংকা মুক্ত।চিকিৎসা শেষে বাঘটির জীবন চরন পরীক্ষা করে পুনরায় বনে ছেড়ে দেয়া হতে পারে বলে জানান তিনি।
বাগেরহাট ইনফো ডটকম।।