সুন্দরবন থেকে : সুন্দরবনে অভিযান চালিয়ে ৬টি আগ্নেয়াস্ত্র ও ৫১ রাউন্ড তাজা গুলি উদ্ধার র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব-৮) ও কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।
শুক্রবার বিকেলে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়ি এলাকার যৌথ অভিযানে বনের গহীনে তল্লাশী করে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে- ২টি দোনালা বন্দুক, ৩টি একনলা বন্দুক, একটি দশমিক ২২ বোর রাইফেল এবং ৪৬ রাউন্ড বন্দুকের ও দশমিক ২২ বোর রাইফেলের ৫টি রাউন্ড তাজা গুলি।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আনোয়ারুল কবীর শুক্রবার সন্ধায় মুঠোফোনে বাগেরহাট ইনফো ডটকমকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চত করেছেন। এসময় তিনি দাবী করেন, উদ্ধারকৃত এসব অস্ত্র বনদস্যু রেজাউল ওরফে শীর্ষ বাহিনীর সদস্যদের।
গত রোববার গভীর রাতে পূর্ব সুন্দরবনের এই স্থানে শীর্ষ বাহিনীর সাথে র্যাব-৮ এর সদস্যদের সাথে ব্যাপক গুলি বিনিময় হয়েছিলো। এক পর্যায়ে দস্যুরা পিছু হটে। রাত ও নিরাপত্তা জনিত কারণে র্যাব তখন বনে তল্লাশী করতে পারেনি।
শুক্রবার বিকেলে তারা কোস্টগার্ড সদস্যদের সাথে নিয়ে ঐ এলাকায় যান এবং বন তল্লাশী করে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা এ সব অস্ত্র ও গুলি উদ্ধার করেন। সেখানে তাদের অভিযান চলছে।
মেজর আনোয়ারুল কবীর বলেন, গত রোববার রাতের ঐ ঘটনায় শীর্ষ বাহিনী প্রধান রেজাউল ও তার সহযোগী সালেহ হুজুরসহ অন্তত আটজন বনদস্যু গুলিবিদ্ধ হয়েছিলো বলে তাদের কাছে খবর রয়েছে। জেলেদের কাছ থেকে সুন্দরবনের নারকেলবাড়ি এলাকা সংলগ্ন খালে একাধিক লাশ ভাসার খবরও পেয়েছেন তারা।
তবে শুক্রবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত র্যাব বা কোস্টগার্ড কোন লাশ উদ্ধার বা কাউকে আট করতে পারেনি।
ও আরিফ সাওন, স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।