বাগেরহাটের চিতলমারীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লার বদলিতে এলাকাবাসি মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে। তার বদলির খররে শুক্রবার রাতেই উপজেলার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল।
এলাকাবাসির অভিযোগ সীমাহীন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত ছিলেন ওসি মনিরুজ্জামান।
ভূক্তভোগিরা জানান, চিতলমারী থানায় যোগদানের পর থেকে তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। এলাকার নীরিহ লোকজনকে থানায় এনে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ বানিজ্য শুরু করেন। তার ভয়ে এলাকার কোন মানুষ মুখ খুলতে সাহস পায়নি।
তাদের অভিযোগ, তার (ওসির) সহযোগিতায় একটি চাঁদাবাজ বাহিনী বিভিন্ন লোককে ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করেছে। এ বাহিনীর মাধ্যমে তিনি নিজেই চিতলমারী সদর বাজারের ব্যবসায়ী প্রদীপ সাহার নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ চাঁদার টাকা দিতে অপরগতা প্রকাশ করায় তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাইপোকে একটি মিথ্যা মামলায় আসামী করা হয়।
এমনকি সাংবাদিকদের সাথেও অশোভন আচারন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ঘটনায় তিনি (ব্যবসায়ী প্রদীপ সাহা) মহাপুলিশ পরিদর্শক ও বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ করেছেন। এ ছাড়া ওই ওসি থানার সংলগ্ন একটি জায়গা দখল করিয়ে দেয়ার নামে লাখ লাখ টাকা বানিজ্য করেছেন বলে এলাকাবাসি জানান।
থানায় আসামী হয়ে আসা অনেক নারীরাও তার অশোভন আচারনের শিকার হয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন।
এছাড়া বিভিন্ন নীরিহ লোকদের বাসায় ও মটরসাইকেলে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য তার ওই বাহিনী দিয়ে রেখে তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় করেছেন। ওসির এসব অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চাইলে তাদের স্বপরিবারে আসামী করে হাজতে পুরে দেয়ার হুমকি দেখিয়েছে। ওসি মনিরুজ্জামান মোল্লা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করায় মান-ইজ্জ্বতের ভয়ে অনেকেই এতদিন মুখ খুলতে সাহস পায়নি। শুক্রবার রাতে তার বদলির খবর শুনে এলাকার সর্বস্তরের লোকজন উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল করেছেন।
তবে ওসি মনিরুজ্জামান মোল্লা তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে জানান, এটা তার বিরুদ্ধে অপপ্রচার।
বাগেরহাট পুলিশ সুপার মো: নিজামুল হক মোল্লা জানান, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান মোল্লা কে নিয়মিত বদলী করা হয়েছে। তাকে বর্তমানে বাগেরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বাগেরহাট ইনফো ডটকম।।