সুন্দরবনে বনরক্ষীদের সাথে বন্দুক যুদ্ধের পর গিয়াস বিশ্বাস (২৫) নামে এক দস্যুকে আটক করেছে বনবিভাগ।
বৃহষ্পতিবার দুপুরে গিয়াসকে মংলা থানায় অস্ত্রসহ হস্থান্তর করে বন বিভাগ।
গিয়াস নড়াইল জেলার নরগাতি উপজেলার খাসিয়ান গ্রামের মৃত জাফর বিশ্বাসের ছেলে।
সুন্দরবনের চরপুটিয়া ক্যাম্প ইনচার্জ মিজানুর রহমান মোল্লা বাগেরহাট ইনফোকে জানান, বুধবার বিকালে পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া এলাকায় টহলরত বনরক্ষীদের উপর অতর্কিত হামলা চালায় বনদস্যু তালুকদার বাহিনী। এসময় বন বিভাগও আর্তরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
এসময় উভয় পক্ষের মধ্যে ২০ রাউন্ড গুলি বিনিময়ের পর ২০-২৫ জনের ওই দস্যুর দল পিছু হটতে শুরু করে। অন্যরা (দস্যুর দল) পালিয়ে যেতে সক্ষম হলেও দস্যু গিয়াস গাছের লতাপাতায় অস্ত্রসহ জড়িয়ে আটকা পড়ে।
এসময় দুটি দেশি তৈরী পাইপগান, দুই রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
মংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অমিনুল ইসলাম বাগেরহাট ইনফোকে জানান, এ ঘটনায় বন বিভাগের চরাপুটিয়া ক্যাম্পের ওসি মিজানুর রহমান মোল্লা বাদী হয়ে মংলা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বাগেরহাট ইনফো ডটকম।।