বাগেরহাটের কচুয়ায় বিএনপি নেত-কর্মীদের বাড়িতে আ’লীগ সমর্থকরা হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিকালে উপজেলার ধোপাখালি ইউনিয়নের মাধপকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
ধোপাখলি ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হাওলাদারের পুত্রবধু বিথি বেগম জানায়, বিকালে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায়। এসময় তার শ্বশুর আফজাল হাওলাদারকে না পেয়ে সদ্য মালয়েশিয়া ফেরত তার (আফজাল হাওলাদার) ভাইপো এসকেন্দারকে ধরে নিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর আওয়ামী লীগ নেতা-কর্মীরা সেখানে হামলা-ভাংচুর ও লুটপাট চালায়।
হামলাকারীরা এসময় বিএনপি নেতা আফজাল হাওলাদার, বিএনপি কর্মী আমজাদ খাঁ এবং হারুন শেখ এর বড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এসময় মমতাজ বেগম (৫০) এবং কাকলি বেগম (২০) নামে দুই মহিলা আহতহন।
তবে ধোপাখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাই হামলা ও ভাংচুরের বিষয়টি অস্বিকার করে জানান, দক্ষিন মাধবকাঠী ও ঝালডাঙ্গা এলাকায় আসামী ধরতে পুলিশের অভিযান হয়েছে শুনেছি তবে ভাংচু ও লুট পাটের সাথে আমাদের দলীয় কোন নেতা-কর্মীরা জড়িত নয়।
এবিষয়ে কচুয়া থানা অফিসার ইন চার্জ (ওসি) জানান, নাশকতা পরিকল্পনার সথে জড়িত থাকার অভিযোগে দক্ষিন মাধবকাঠি গ্রামের জোনাবালী হাওলাদারের পুত্র এসকেন্দার হাওলাদারকে আটক করা হয়েছে। তবে, ভাংচুর ও লুটপাটের বিষয় কেউ কোন অভিযোগ করেনি বলে জানান তিনি।
বাগেরহাট ইনফো ডটকম।।