পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের ছোট শেওলাখালে দু’দল বনদস্যু বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে কুখ্যাত বনদস্যু কামাল ও মাস্টার বাহিনীর মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
প্রায় আধঘন্টা ব্যাপি বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মাস্টার বাহিনী প্রধান আলী শেখ গুলিবিদ্ধ হয়।
বন্দুক যুদ্ধেরর খবর পেয়ে কোপিলমনি কোস্ট গার্ড স্টেশনের একটি অপারেশন দল ওই এলাক থেকে গুলিবিদ্ধ মাস্টার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আলী শেখ (৪৫)কে উদ্ধার করে।
এসময় ছোট শেওলা খালের নিকটবর্তী জঙ্গল থেকে ২টি একনলা বন্দুক ও ৩ রাউন্ড উদ্ধার করে তারা।
কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের অপারেশন বিভাগের স্টাফ অফিসার লেফটেন্ট্যান্ট কমান্ডার মো. আতিকুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুন্দরবনের শরণখোলা উপজেলাধীন ছোট শেওলা খাল এলাকায় কুখ্যাত বনদস্যু কামাল ও মাস্টারবাহিনীর মধ্যে প্রায় আধঘণ্টা ধরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এক পর্যায়ে মাস্টার বাহিনী প্রধান আলী শেখ গুলিবিদ্ধ হয়ে বনের মধ্যে লুটিয়ে পড়ে। এসময় জেলেদের সহযোগীতায় একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি নিয়ে স্থানীয় কোস্টগার্ড ক্যাম্পে আত্নসমর্পণ করে।
পরে কোস্টগার্ড সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সংকটপন্ন অবস্থায় মংলা থানা পুলিশের তত্বাবধানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বাগেরহাট ইনফো ডটকম।।