বাগেরহাটের মোরেলগঞ্জে আব্দুল বারী (৬০) নামে এক মাদ্রাসা অধ্যক্ষের পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুর পৌঁনে ১ টায় দিকে উপজেলার নিশানবাড়ি ইউনিয়নের গুলিশাখালি এলাকায় এঘটনা ঘটে।
আব্দুল বারী গুলিশাখালি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এবং মাদ্রাসা শিক্ষক সমিতি জমিয়াতুল মোদাররেসিন সংগঠনের মোরেলগঞ্জ উপজেলার সাবেক সভাপতি।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পার্শবর্তী মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কালেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বারী মাদ্রাসায় থাকাকলীন ২০/২৫ জনের একদল সন্ত্রাসী দা, লাঠি সোটা নিয়ে তার উপর হামলা চালায়। এসময় আত্মরক্ষার জন্য তিনি পার্শবর্তী লুৎফর হাওলাদারের বড়িতে গিয়ে আত্মগোপন করেন। দুর্বুত্তরা জানাতে পেরে সেখানে গিয়ে তার উপর হামলা চালায়।
এসময় দুর্বৃত্তরা উঠানে বসেই তাকে এলাপাথাড়ি কুপিয়ে জখম এবং প্রকাশ্যে তার দু পায়ের রগ কেটে দেয়।
ঘটনার সময় ওই বড়িতে থাকা মহিলারা তাকে উদ্ধার করতে এলে দুর্বুত্তরা তাদের উর্পরও হামলা চালায়। এতে ৩ মহিলা সহ অন্তত ৬ জন আহত হয়েছেন।
অপর একটি সূত্র জানান, রাজনৈতিকভাবে তিনি জামায়াতে ইসলামীর সমর্থক। তবে, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে মাওলানা বারী স্বতন্ত্র (আ’লীগের বিদ্রহী) প্রার্থী আব্দুর রহিম খানকে সমর্থন করার অপরাধে তার ওপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাংলানিউজকে জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠান হলেও কাউকে পাওয়া যায়নি।
এদিকে, মংলা থেকে খুমেক হাসপাতালে নেওয়ার পথে আহতের ছেলে মামদুদ রহমান বাগেরহাট ইনফোকে বলেন, সরকার দলীয় সন্ত্রাসীরা তার পিতার উপর এ হামলা চালায়।
বাগেরহাট ইনফো ডটকম।।