সুন্দরবন সংলগ্ন মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-৪ আসনে আ’লীগ প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন (নৌকা) ৬১ হাজার ৩০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
বাগেরহাট জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মু. শুকুর আলী রাত ১০টা ৩৮ মিনিটে বাগেরহাট ইনফো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তার নিকটতম প্রার্থী (সতন্ত্র) পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও সদ্য বহিস্কৃত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুর রহিম খাঁন (আনারস) পেয়েছেন ২১ হাজার ২৬১ভোট।
এ আসনে প্রতিদ্বন্ধিতাকারী অপর দুই প্রার্থী মোরেলগঞ্জ পৌর মেয়র ও সদ্য বহিস্কৃত পৌর আওয়ামীলীগের আহবায়ক এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার (টেবিল ঘড়ি) পেয়েছেন ১৯ হাজার ২২০ এবং বিএনএফের প্রার্থী মো. সাখাওয়াত হোসেন (টেলিভিশন) পেয়েছেন ৩০৫ ভোট।
উল্লেখ, বাগেরহাট-৪ আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৫৯ হাজার ৬৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৩২৪ এবং নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৩৪৪ জন।
এ আসনে ১৩৭ টি ভোট কেন্দ্রের ৬৭৮টি কক্ষে ভোট প্রদান করেন ১ লাক্ষ ৪ হাজার ২৭৫ জন ভোটার।
প্রসংগত, জেলার বাকি তিন আসনে আ’লীগ প্রার্থীরা বিনা প্রতিদ¦ন্ধিতায় নির্বাচিত হওয়ায় একমাত্র বাগেরহাট-৪ আসনে ব্যালটি নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাগেরহাট ইনফো ডটকম।।