৫ তারিখ প্ররহসনের নির্বাচন বাতিল, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা এবং দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবীতে শনিবার থেকে বাগেরহাটে ৩৬ ঘন্টা হরতালের ডাক দিয়েছে জেলা ১৮ দল।
শুক্রবার বেলা সাড়ে ৩টায় বাগেরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক জরুরী সভা শেষে এ হরতালের ডাক দেয়া হয় বলে বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি সুজাউদ্দিন মোল্লা সুজন প্রেস বিবৃতিতে জানান।
প্রেস বিবৃতিতে শনিরার ভোর ৬টা থেকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাগেরহাট জেলা ব্যাপি ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের প্রাতি সর্বাত্তক হরতাল পালনের আহ্বান জানানো হয়।
বাগেরহাট জেলা ১৮ দলীয় ঐক্যজাটের যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান দিপু এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ১৮ দলীয় ঐক্যজোটের সদস্য সচিব ও জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল এ্যাডঃ শেখ আঃ ওয়াদুদ, যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, জেলা বিএনপির সহ সভাপতি ওয়ালিউজ্জামান মোজা, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, জেলা যুবদলেরর সাধারণ সম্পাদক মেহেবুবুল হক কিশোর, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ সুজন মোল্লা প্রমুখ।
বাগেরহাট ইনফো ডটকম।।