দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসবের অংশ হিসেবে বাগেরহাটের প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
এউপলক্ষে জেলার প্রতিটি উপজেলা সদরে আয়জন করা হয় উৎসব অনুষ্ঠানের।
বাগেরহাট ইনফোর কচুয়া উপজেলা করেসপন্ডেন্ট শুভংকর দাস বাচ্চু জানান, কচুয়ায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠনে বিনামূল্যে বই বিতারন কার্যক্রমের উদ্ভোদনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মজিবর রহমান।
কচুয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ আয়জনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃকামরুল আলম, সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান,বিদ্যালয় প্রধান শিক্ষক দেবদাস সাহা প্রমুখ।
রামপাল উপজেলা করেসপন্ডেন্ট জানান, উপজেলার ১৮৩ টি অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ করা হয়েছে। রামপাল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রমের উদ্ভোদনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আঃ রউফ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুব্রত কুমার সিকদার, শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, কৃষি অফিসার মোঃ হাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার তপন কুমার শীল, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, প্রভাষক মোঃ বজলুর রহমান, এম এ সবুর রানা প্রমুখ।
মংলা থেকে বাগেরহাট ইনফোর স্টাফ করেসপন্ডেন্ট জানান, উপজেলার ৪৩ টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। নতুন বছরের প্রথমেই বই হাতে পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরা। প্রতিটি স্কুলে চলছে বই উৎসব। বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এছাড়া জেলা সদরসহ অনান্য উপজেলা গুলোতেই উৎসব মূখর পরিবেশ শিক্ষার্থদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
বাগেরহাট ইনফো ডটকম।।