টানা চার দিন ধরে বন্ধ বাগেরহাট থেকে দুরপাল্লার পরিবহন চলাচলা। ফলে বাগেরহাট থেকে যেমন ছেড়ে যাচ্ছে না কোন দুরপাল্লার পরিবহন তেমনি শহরে প্রবেশও করছে না।
সবশেষ বৃহস্পতিবরের (২৬ ডিসেম্বর) পর থেকে বাগেরহাট থেকে ছেড়ে যায় নি কোন দুরপাল্লার পরিবহন।
তবে বাস শ্রমিক সংগঠনের নেতারা বলছেন, অবরোধে বাস ভাংচুরকারী জামায়াত-বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতারের দাবিতে চলছে তাদের এ অনির্দিষ্টকালের দুরপাল্লার পরিবহন ধর্মঘট।
শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এ ধর্মঘটের ফলে বাগেরহাট থেকে চলাচলকারী ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল রুটের বাস চলাচল বন্ধ আছে টান ৪ দিন ধরে। ফলে এসব রুটের সাধারন যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তি।
যদিও জেলা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বাধা প্রদানের জন্য সরকারী অবরোধের অংশ হিসাবে এ পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালের এক কাউন্টার ম্যানেজর বাগেরহাট ইনফোকে বলেন, পরিবহন ধর্মঘট বলে কিছু নেই। রাজনৈতিক কারনে দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সন্ধা বা রাত নাগান বলা যাবে আগামী কাল গাড়ি চলবে কিনা।
তবে, দুরপাল্লার পরিবহন চলাচল বন্ধ থাকলেও অভন্তরীণ রুটে যান চলাচল করছে।
বাগেরহাট ইনফো ডটকম।।