বাগেরহাটের চিতলমারীতে অবরোধের নামে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ১শ’ ৩৩ নেতা-কর্মীর নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে চিতলমারী থানার এসআই সোলায়মান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার পর থেকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা গ্রেফতার আতঙ্কে রয়েছে।
পুলিশ জানায়, হরতাল-অবরোধের নামে নাশকতা ও গাছকেটে অবরোধ করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ১শ’ ৩৩ জন বিএনপি-জামাতের নেতা-কর্মীদের নামে মামলা হয়েছে। তারা এলাকায় আইন ভঙ্গকরে পিকেটিং ও বিভিন্ন সড়কে গাছ কেটে অবরোধসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছে।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ( টুলু )বিশ্বাস বাগেরহাট ইনফোকে জানান, হয়রানি ও দমন-নীপিড়নের জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ জাতীয় কোন কাজের সাথে তাদের দলীয় নেতা-কর্মী জড়িত নেই। মামলার পর থেকে তাদের নেতা-কর্মীরা গ্রেফতার আতঙ্কে রয়েছে।
বাগেরহাট ইনফো ডটকম।।