বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৩ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন বাগেরহাটে সড়ক অবরোধ এবং ৩টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
রবিবার বেলা পৌনে ১২টার দিকে পিকেটার খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রিঘাট এলাকায় অবরোধের সমর্থনে ভাংচুর চালায়।
এসময় তারা একটি যাত্রীবাহি বাস, একটি ট্রাক ও একটি মাহেন্দ্র ঘাড়ি ভাংচুর করে।
বাগেরহাট আন্তঃজেলা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বাকি তালুকদার বাগেরহাটে ইনফোকে জানান, সদর উপজেলার শ্রিঘাট এলাকায় পিকেটাররা মহাসড়কে একটি যাত্রীবাহি বাস, একটি মাছের ট্রাক এবং একটি মাহেন্দ্র ঘাড়ি ভাংচুর করেছে।
এসময় পিকেটরদের ছোড়া ইটের আঘাতে এক জন সামান্য আহত হয়েছেন বলে জানান তিনি।
এদিকে অবরোধের সমর্থনে রবিবার দুপুর ১টায় জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম এর নেতারা কোর্ট চত্তর থেকে মিছিল সহকারে বাগেরহাট-খুলনা মহাসড়কের অবস্থান করে অবরোধ করে। এর আগে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সকালে খুলনা বাগেরহাট মহাসড়কের মাজার এলাকায় কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে।
পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বাগেরহাটে ইনফোকে জানান, অবরোধ কর্মসূচিতে বাগেরহাটের শ্রিঘাট এলাকায় গাড়িতে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
বাগেরহাট ইনফো ডটকম।।