মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করায় এ নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাস হওয়ার বাগেরহাটে সংবাদিকরা মানববন্ধান ও সমাবেশে করেছে।
খুলনা বিভাগীয় প্রেস ক্লাব ফেডারেশন এর উদ্যোগ এবং বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে শনিবার বেলা ১২ টায় এ মানববন্ধানের আয়জন করা হয়।
বাগেরহাট প্রেসক্লাবের সামনে আয়জিত ঘন্টাব্যাপী সাংবাদিকদের এ মানববন্ধন কর্মসুচিতে অংশ গ্রহন করেন সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার সাধারন মানুষ।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মোঃ মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বাগেরহাট ২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এড্যভোকেট মীর শওকাত আলী বাদশা, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম মোশাররফ হুসাইন, এ্যাডভোকেট, মোঃ শাহআলম টুকু, প্রেসক্লাবের সাবেক সাধরন সম্পাদক বাবুল সরদার, প্রেসক্লাবের সম্পাদক আলী আকবর টুটুল, পৌরকাউন্সির সালেহা বেগম, তানিয়া খাতুন, নারী নেতৃ আম্বিয়া খাতুন, জেলা মহিলা সংস্থার চেয়াম্যান হ্যাপি বড়াল প্রমুখ।
এসময় বক্তারা বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪২ বছর পরও পাকিস্তান পার্লমেন্টে যুদ্ধাপরাধী কাদের মোল্লার পক্ষ অবলম্বন করে নিন্দা প্রস্তাব গ্রহন করায় তীব্র নিন্দা জানায়। পাশাপাশি পাকিস্তর পক্ষ থেকে এর জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের সাথে কুটনৈতিক সম্পর্কসহ সকল প্রকার সর্ম্পক না রাখার জন্য সরকারের প্রতি দাবী জানান হয়।
বাগেরহাট ইনফো ডটকম।।