সুন্দরবন থেকে পাচারের সময় বিপুল পরিমাণ সুন্দরী ও গেওয়া গাছ বোঝাই দু’টি কার্গো ট্রলারসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার বেলা পৌঁনে ১২ টার দিকে মংলার পশুর নদী দিয়ে খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে বিদ্যারবাহন এলাকায় কার্গোটি (নৌযান) তল্লাশী করে ২ হাজার ২শ সিএফটি সুন্দরী গাছ জব্দ করে।
এ নিয়ে চালতি সপ্তাহে পৃথক দুটি অভিজানে সুন্দরবন থেকে পাচারের সময় ৬টি নৌযানসহ ২৮ কাঠ চোরাকারবারীকে আটক করা হল।
মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের লেঃ কমান্ডার এ আর ভূইয়া বাগেরহাট ইনফোকে জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুন্দরবেনর ঢাংমারী রেঞ্জের বিদ্যারবাউন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ২শ সিএফটি চোরাই কাঠ ও ৯ পাচারকারীকে ২টি কার্গো ট্রালারসহ আটক করা হয়।
আটক কার্গো ও গাছের মূল্য প্রায় ৯৪ লাখ টাকা বলে জানায় তিনি।
আটকৃতরা হলের- মোঃ সিরাজ মিয়া (৪০), আনোয়ার হোসেন (৩৫), হিরু মিয়া (৩০), মতিউর রহমান (৩২), আজগর আলী (২৬), সালাউদ্দিন হাওলাদার (৪৫), পান্না সরদার (৩০), সগির হাওলাদার (২৫) ও হিরু মিয়া (২৭)।
প্রসঙ্গত, এর আগে বুধবার রাতে পশুর নদীর করমজল ও লাউডোব এলাকা থেকে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির প্রায় দেড় কোটি টাকা মূল্যের গাছ, ৪টি কার্গোসহ ১৯ পাচারকারীকে আটক করে কোস্টগার্ড।
দুটি অভিজানে আটককৃত এসব কাঠের মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
কোস্টগার্ড পশ্চিম জোন জানিয়েছে, উদ্ধারকৃত কাঠসহ আটকৃত ২৮ কাঠ পাচারকারীকে পূর্ব সুন্দরবনের ঢাংমারী ষ্টেশনে হস্তান্তরের পর বন্য আইনে মামলা দায়ের কারা হয়েছে।
বাগেরহাট ইনফো ডটকম।।