বাগেরহাটের মোরেলগঞ্জে রিয়াজ কাজী (৩০) নামে এক মৎস ঘের ব্যবসায়ির লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার নিসান বড়িয়া ইউনিয়নের আমরবুনিয়া এলাকার একটি ধান ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হসপাতালের মর্গের উদ্দেশে পাঠিয়েছে।
নিহত রিয়াজ কাজী ঝালকাঠি জেলার রাজাপুর থানার তারা বুনিয়া গ্রামের শহীদ কাজীর ছেলে।
স্থানীয়রা বাগেরহাট ইনফোকে জানান, নিহত রিয়াজ কাজী মোরেলগঞ্জ উপজেলার নিসান বড়িয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রামে ২০০ বিঘার এটি ঘের করতেন। ঘের ব্যবসার উদ্দেশে রিয়াজ ও তার পরিবারের অপর সদস্যরা ১০মাস পূর্বে থেকে মোরেলগঞ্জে বসবাস শুরু করে। মা, বাবা ও দুই বোনের সাথে মৎস্য ঘেরেই থাকতো সে।
বৃহস্পতিবার সকালে ঘেরের পার্শবর্তি হাসেম তালুকদরের ধান ক্ষেত তার লাশ দেখ তে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
এব্যাপারে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাগেরহাট ইনফোকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যা কান্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের ঘেরের পাহারাদার আমরবুনিয়া গ্রামের জাফর শেখ (৫০)কে আটক করেছে।
বাগেরহাট ইনফো ডটকম।।