বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের অবরোধের মধ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আফজাল খানকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বুধবার রাতে এশার নামাজ পড়ে উপজেলার ফুলহাতা বাজার থেকে বাড়ী ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
মুমূর্ষ অবস্থায় আফজাল খাঁনকে উদ্ধার করে ট্রলার যোগে রাত ১১টার দিকে তাকে বাগেরহাট সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষনা করেন।
হাসপাতালের ডিউটি ডাক্তার মুস্তাকিম শামস বাগেরহাট ইনফোকে জানান, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে আনার আগেই ঘটনা স্থলে অথবা পথেই মারা যান আফজাল।
চিকিৎসক আরও জানান, মাথা, কাঁধ ও হাতসহ আফজাল খাঁনের শরীরের বিভিন্ন জায়গায় ৬-৭টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
নিহত আফজাল খাঁন উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের কাজল খাঁনের ছেলে।
স্থানীয়রা বাগেরহাট ইনফোকে জানান, বুধবার রাতে এশার নামাজ শেষে বাড়ী ফেরার পথে স্থানীয় ইউপি মেম্বর ও আওয়ামীলীগ নেতা সরোয়ার হোসেনের বাড়ীর নিকট সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ট্রলার যোগে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান হত্যার বিষয়টি স্বিকার করে বাগেরহাট ইনফোকে জানান, হত্যাকাণ্ডের জড়িতদের সনাক্ত করতে তারা চেষ্টা চালাচ্ছেন।
তবে স্থানীয় বিএনপির নেতারা দাবি করেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সন্ত্রসীরাই তাকে কুপিয়ে হত্যা করেছে।
বাগেরহাট ইনফো ডটকম।।