দেশজুড়ে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে বাগেরহাটের ব্যবসায়ীদের ৩২টি সংগঠন তাদের দোকানপাট বন্ধ রেখে শান্তির প্রতীক সাদা পতাকা নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রোববার সকালে বাগেরহাট শহরের রাহাতের মোড়, কাজী নজরুল ইসলাম সড়ক ও মেইনরোডের দু’পাশে সারিবদ্ধভাবে দাড়িয়ে ওই সংগঠনগুলো প্রায় এক ঘন্টা এমানববন্ধন কর্মসূচি পালন করে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট চেম্বার অব কমার্স, শিল্প ও বণিক সমিতি এই মানবন্ধন কর্মসূচির আয়োজন করে। এসময় এক ঘন্টা বন্ধ থাকে বাগেরহাটের সকাল ব্যবসায়ী প্রতিষ্ঠান ।
মানববন্ধন চলাকালে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. শাহজাহান মিনা, সহসভাপতি সরদার ওমর ফারুক, পরিচালক সরদার সেলিম আহমেদ, বাগেরহাট কাঁচা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সরদার ফকরুল আলম সাহেবসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
মানববন্ধনে ব্যবসায়ী নেতারা বলেন, হরতাল অবরোধের নামে ব্যবসা প্রতিষ্ঠানে ও যাত্রীবাহী বাসে আগুন দেয়া হচ্ছে। ভাংচুর ও লুটপাট করা হচ্ছে। সারাদেশের ব্যবসায়ী সমাজ আতংকিত। ব্যবসা বানিজ্যে মন্দা অবস্থা বিরাজ করছে।
তাই আগামী তিন মাস ব্যাঙ্ক থেকে ব্যবসায়ীদের নেয়া ঝণের সুদ মওকুফ ও রাজস্ব না নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
এসময় তারা আগুন ও ভাংচুরের রাজনীতির নামে সংঘাত, প্রাণহানি ও শিল্প বানিজ্য ধ্বংসের পথ পরিহার করে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবেন বলে জানান তারা।
বাগেরহাট ইনফো ডটকম।।