বাগেরহাটের সিএ্যান্ডবি বাজার এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা বাগেরহাট ইনফোকে জানান, রাখালগাছি ইউনিয়ন চেয়ারম্যান ও আ’লীগ নোত শেখ আবু শামিম হাসনুর সাথে ছাত্র লীগনেতা টিটু কাজির মধ্যে কথা কাটাকাটি নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ৪ জন গুরুতর আহত হন।
আহতরা হলেন, রিগান হাওলাদার (১৯), রোকন (২৫), জাকারিয়া ফকির (২৭) এবং রতন ফকির (২৫)। তাদের সবার বাড়ি রাখালগাছি এলাকায়। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা কয়েছে।
ইউনিয়ন চেয়ারম্যান শেখ আবু শামিম হাসনুর বাগেরহাট ইনফোকে জানান, টিটু একজন সন্ত্রসি। সে বিভিন্ন সময়ে মহাসড়কে গাছ কাটাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। বাজর এলাকায় তারা আমার সমর্থক দের উপর হামলা চালায়। এসময় তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি বলেন, “এতে আমার ৪ সমর্থক আহত হয়েছে। আমি এখন তাদের নিয়ে হাসপাতালে আছি। আহতদের চিকিৎসা শেষে আমি তার (টিটু কাজি) বিরুদ্ধে থানায় মামলা করব।
এব্যাপারে ছত্রলীগ নেতা টিটু কাজির কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, গতকাল রাতে অবরোধকারীরা বাগেরহাট-খুলনা মহাসড়কের মাথাভাঙ্গা এলাকায় বেশ কিছু গাছ কেটে যানচলচলে প্রতি বন্ধকতা তৈরি করে। এখবর পেয়ে স্থানীয় মেম্বার দেলোয়ার হোসেন দিলু অনুমতি নিয়ে তারা লেবার (শ্রমিক) দিয়ে গাছ গুলো কেটে অপসারণ করেন।
লেবার দের টাকা প্ররিশোধ এর জন্য গাছ গুলো একটি স-মিলে দিলে ওই চেয়রম্যান বাধা দেয়। তখন লেবার দের টাকা পরিশোধ করতে বলা হলে। তাদের সাথে কথা কাটাকাটি থেকে সংঘর্ষর ঘটনা ঘটে।
টিটু কাজি বাগেরহাট ইনফোকে বলেন, চেয়ারম্যান বিভিন্ন সময়ে সড়কের গাছ অবৈধ ভাবে কেটে বিক্রি করে আসছে। টাকার ভাগ না পাওয়ায় আজ তাদের উপর হামলা চালান তিনি।
বাগেরহাট সদর মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী সংঘর্ষে বিষয়টি স্বিকার করে বাগেরহাট ইনফোকে বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠন হয়েছে।
বাগেরহাট ইনফো ডটকম।।