বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজার এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় প্রায় এক হাজার নেতা-কর্মীকে আসামী করে পৃথক দুটি মামলা হয়েছে।
বুধবার রাতে রামপাল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
মামলা দুটি তে জেলা জামায়াতের নায়েবে আমীর মাও. রেজাউল করিম, সেক্রেটারী এ্যাডভোকে আব্দুল ওয়াদুদসহ ১৪৪ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৮শ জনকে।
মামলা গতকাল আটক দুই জামায়াত কর্মী বাকী বিল্লাহ ও আব্দুল মতিনকে আটক দেখানো হয়েছে।
মামলার বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন বাগেরহাট ইনফোকে জানান, বুধবার সন্ধ্যায় জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিষ্ফোরক দ্রব্য, সরকারী কাজে বাঁধা দান ও বিশেষ ক্ষমতা আইনের ধারা উল্লেখ করে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।
এই মামলা হামলার সাথে জড়িত জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের আসামী করা হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত দুই জনকে আটক করা হয়েছে।
উল্লেখ, বুধবার সন্ধ্যায় বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে পুলিশের সাথে জামায়াত-শিবিরের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত্য ২০ জন আহত হয়।
বাগেরহাট ইনফো ডটকম।।