সোমবার পৌর শহরে অর্ধদিবস হরতালের পর পূর্ব ঘোষণা আনুসারে এবার পৌর সেবা বন্ধ করা হয়েছে বাগেরহাট পৌরসভার।
উল্লেখ, গত শনিবার বাগেরহাট জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড কাউন্সিলর সরদার শামিম আহসানের ওপর হামলার পর হামলাকারীদের গ্রেফতার ও মডেল থানার ওসি মিজানুর রহমানকে অপসারণের দাবিতে সোমবার বাগেরহাট পৌর এলাকায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছিলেন পৌর মেয়র খান হাবিবুর রহমান।
রোববার দুপুরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে পৌর চত্ত্বরে এক সমাবেশে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে থেকে হামলাকারীদের গ্রেফতার ও ওসির অপসারণে জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। তা না হলে পৌরসভার পানি সরবরাহ, সড়ক বাতি, ময়লা আবর্জনা পরিস্কার বন্ধসহ পৌরসভার সব কার্যক্রম বন্ধ রাখার হুমকি দেওয়া হয়।
হরতাল শেষে আবারও ঘোষণা দেওয়া হয়, যদি সদর মডেল থানার ওসিকে অপসারণ এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হয় তাহলে মঙ্গলবার থেকে পৌর এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ এবং ময়লা অপসারণ বন্ধ করে দেয়া হবে।
ঘোষণা অনুসারে আজ সন্ধা থেকে পৌরসভার সব সড়কের বাতি বন্ধ করে দেওয়া হয়।