৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বাগেরহাটে টিআইবি’র উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন প্রঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে সনাক সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রবের সভাপতিতে আলোচলা সভায় অনান্যের মধ্যে বক্তব রাখেন, বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলী, বাগেরহাটের পুলিশ সুপার মো: নিজামুল হক মোল্যা, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুকন্ঠ কুমার মন্ডল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি প্রফেসর মোজাফ্ফর হোসেন, সনাক সহ-সভাপতি ফরিদা রহমান, সনাক সদস্য শিল্পী সমাদ্দার, স্বজন সদস্য ডা: জ্ঞানরঞ্জন চক্রবর্তী প্রমুখ।
এছাড়া দিবস দুইটির উপর এদিন ইয়েস সদস্যদের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বাগেরহাট ইনফো ডটকম।।