টিআইবি’র পৃষ্ঠপোষকতায় বাগেরহাটে ইয়েসদের দুর্নীতিবিরোধী রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের হাজী আরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্নীতিবিরোধী সচেতনতা মূলক এ আয়জন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) বাগেরহাট গ্রুপ।
প্রতিযোগিতার উদ্বোধন করেন সনাক বাগেরহাটের সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব। প্রতিযোগিতায় সনাক, বাগেরহাটের ইয়েস সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক বাগেরহাটের নবনির্বাচিত সভাপতি এ্যাড: রামকৃষ্ণ বসু, সহ-সভাপতি ফরিদা রহমান, সনাক সদস্য প্রফেসর এবিএম. মোশাররফ হুসাইন, শিল্পী সমাদ্দার, মো: মোরশেদুর রহমান সাগর ও টিআইবি’র এরিয়া ম্যানেজার এ. এইচ. এম. আনিসুজ্জামান।
টিআইবি বাগেরহাট অফিস সূত্র্রে জানা গেছে, প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতায় রচনার বিষয় ছিল ‘দুর্নীতি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি’ এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সাম্প্রতিক বাংলাদেশ ও বিশ্বের উপর।
বাগেরহাট ইনফো ডটকম।।