বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দ্বিতীয় দফা ডাকা অবরোধের ৬ষ্ঠ দিন বাগেরহাটের ফকিরহাটে নেতা-কর্মী ও স্বাধারণের জন্য ভূড়ি ভোজের আয়জন করে অবরোধ সমর্থকরা।
অবরোধের সমর্থনে বৃহস্পতিবার ভোর থেকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে তারা। এসময় তাদের ভুড়ি ভোজের আয়জন করা হয়।
একই সময়ে বাগেরহাট-খুলনা মহাসড়কের অবস্থান নিয়ে বিভিন্ন স্থানে টায়ারে আগুন দিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে। এ সময়ে নেতা-কর্মীরা মহাসড়কে বসে ও শুয়ে অবরোধ কর্মসূচী পালন করে এবং বেশ কয়েকটি মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।
অবরোধের ফলে অনান্য দিনের মত সকাল থেকে কোন দূরপাল্লার ও অভ্যান্তরীন রুটে বাস চলাচল না করলেও শেষ দিন দুপুরের পর থেকেই সড়ক মহাসড়কে যান চলাচল শুরু হয়।
এদিকে টানা অবরোধে আটকে পড়া সবাই এক সাথে গন্তব্যের উদ্যেশে বের হওয়ায় পথে পথে দূর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের। বেড়ে গেছে অভ্যান্তরীন ও দূরপাল্লার পরিবহনের ভাড়া।
বেশির ভাগ আঞ্চলিক ও পরিবহন গাড়িতে চলাচলের জন্য মাঝে ফাঁকা স্থানেও টুল বা মোড়া বসিয়ে অতিরুক্ত যাত্রীবহন করতে দেখা গেছে।
তবে, অবরোধের কারনে জেলার কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
বাগেরহাট ইনফো ডটকম।।