১০ম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র যাচই বাছাই এর শেষ দিনে বাগেরহাটের চারটি আসনে দাখিলকৃত ১৬টি মনোনয়ন পত্রের মধ্যে ৫টি বাতিল হয়ে গেছে। ফলে দু’টি আসনে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হচ্ছেন আ.লীগ প্রার্থীরা।
বাগেরহাট জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে কাগজ পত্র ঠিক না থাকায় ৫টি মনোনয়ন পত্র বতিল হয়েছে।
যেসব প্রার্থীর মনোনয়ন বতিল হয়েছে তারা হলেন- বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে জাতীয় পার্টির গোলাম সারোয়ার ও বাংলাদেশ মুসলিম লীগের আবুল সবুর সেখ। বাগেরহাট-২ (বাগেরহাট সদর- কচুয়া) আসনে জাতীয় পার্টির মোঃ রুহুল আমীন ও বিএনএফ এর মোঃ আনোয়ার হোসেন এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিলকারি আসমা আইরিন।
এদিকে ৫টি মনোনয়ন বতিল হবার ফলে প্রতিদন্দিতায় পূর্ণ নির্বাচিত হতে হচ্ছেন বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসন থেকে বর্তমান এমপি শেখ হেলাল উদ্দিন (আ’লীগ) এবং বাগেরহাট-২ (বাগেরহাট সদর- কচুয়া) থেকে বর্তমান সাংসদ এ্যাড. মীর শওকাত আলী বাদশা (আ’লীগ)।
জেলা নির্বাচন অফিসার রুহুল আমিন মল্লিক বাগেরহাট ইনফোকে ওই ৫ প্রর্থীর মনোনয়ন পত্র বাতিলেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাদের মননয়ন বাতিল করা হয়েছে তারা আগামী ৬ থেকে ৯ তারিখ পর্যন্ত নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন। ইতিমধ্যে মনোনয়ন বাতিল হওয়াদের মধ্যে আসমা আইরিন (বাগেরহাট-৪) অপিলের জন্য ফর্ম সংগ্রহ করেছেন।
তবে, বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হবার ব্যাপারে জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, আপিল শুনানি এবং আগামী ১৩ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগে তাদের বিনা প্রাতদন্দিতায় নির্বাচিত বলা যাবে না।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More