আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে চারটি আসনের জন্য সর্বমোট ১৮ টি মনোনয়ন পত্র বিক্রি হলেও দাখিল করেছেন ১৫ জন।
এদের মধ্যে আ’লীগের মনোনয়ন প্রাপ্ত চারজন, জাতীয় পার্টির চার জন, বাংলাদেশ মুসলিম লীগের একজন, বিএনএফএর একজন এবং আ’লীগ মনোনয়ন বঞ্চিত দু’জন সহ পাঁচ স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
জেলা ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে-
বাগেরহাট-১ (চিতলমারী-ফকিরহাট-মোল্লাহাট) আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন তিন জন। এরা হলেন- বর্তমান এমপি শেখ হেলাল উদ্দিন (আ’লীগ), গোলাম সারোয়ার(জা.পা) ও আবুল সবুর সেখ (বাংলাদেশ মুসলিম লীগ)।
বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনে মনোনয়ন জমা দিয়েছেন দুই জন। এরা হলেন বর্তমান সাংসদ এ্যাড. মীর শওকাত আলী বাদশা(আ’লীগ) ও মোঃ রুহুল আমীন (জা.পা) মনোনয়ন দাখিল করেছেন।
বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসন থেকে কেসিসি সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক (আ,লীগ), তার স্ত্রী বর্তমান এমপি বেগম হাবিবুর নাহার ও তালুকদার আক্তার ফারুক (জা.পা) মনোনয়ন দাখিল করেছেন।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মনোনয়ন জমা দিয়েছেন মোট সাত জন প্রার্থী। এরা হলেন- বর্তমান এমপি ডাঃ মোজাম্মেল হোসেন(আ’লীগ), সোমনাথ দে (জা.পা), আ’লীগ নেতা ড. আব্দুল রহিম খান (সতন্ত্র), মোরেলগঞ্জ পৌর মেয়র এস এম মনিরুল হক (সতন্ত্র), লায়ন সামসুল আলম (সতন্ত্র), বিএনএফ এর সাখাওয়াত হোসেন ও আসমা আইরিন (স্বতন্ত্র)।
তবে, মনোনয়ন পত্র সংগ্রহ করলেও দাখিল করেন নি বাগেরহাট-১ আসনে প্রহর কান্তি সরকার (সতন্ত্র), বাগেরহাট-২ থেকে কচুয়া উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা এস এম মাহাফুজুর রহমান (সতন্ত্র) এবং বিএনএফ এর মোঃ আনোয়ার হোসেন।
এদিকে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হিসাবে প্রশাসনের পক্ষ থেকে গ্রহন করা হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জেলা এবং উপজেলা নির্বাচল অফিস গুলোতে মোতায়ন কারা হয় অতিরুক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য।
জেলা নির্বাচন অফিসার রুহুল আমিন মল্লিক বাগেরহাট ইনফোকে জানান, জেলার ৪টি আসন থেকে প্রার্থীতার জন্য মোট ১৮ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ১৫ জন।
তিনি আর জানান, আগামী ৫ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাই এর পর ৬ ডিসেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ কারা হবে।
বাগেরহাট ইনফো ডটকম।।