সোমবার বিকাল সোয়া ৪টা পর্যন্ত বাগেরহাটে চারটি আসনে বিভিন্ন দলের মোট ৯ জন প্রার্থী ১০ম জাতীয় সংসদ নির্বচনের জন্য তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে আ’লীগ থেকে ৪ জন, জাতীয় পার্টির ৩ জন এবং আ’লীগ এর মনোনয়ন বঞ্চিত দের মধ্যে আরো দুই জন মনোনয়ন জমা দিয়েছেন।
তবে জেলা ও উপজেলা নির্বাচন কমিশন সূতে জানা গেছে, এখন পর্যন্ত জেলায় মোট ১৭ জন প্রার্থীতার জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন।
মনোনয়ন জমাকারীরা হলেন, বাগেরহাট-১ আসনে বর্তমান এমপি শেখ হেলাল উদ্দিন (আ’লীগ); বাগেরহাট-২ থেকে বর্তমান এমপি এ্যাড. মীর শওকাত আলী বাদশা(আ’লীগ), মোঃ রুহুল আমীন (জা.পা); বাগেরহাট-৩ আসন থেকে কেসিসি সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক (আ,লীগ), তার স্ত্রী বর্তমান এমপি বেগম হাবিবুর নাহার, তালুকদার আক্তার ফারুক (জা.পা); এবং বাগেরহাট-৪ আসন থেকে বর্তমান এমপি ডাঃ মোজাম্মেল হোসেন(আ,লীগ), সোমনাথ দে (জা.পা) ও আ’লীগ নেতা ড. আব্দুল রহিম খান।
মনোনয়ন সংগ্রহ করেলেও এখন পর্যন্ত যারা জমা দেন নি তারা হলেন, বাগেহরাট-১ আসনে জাতীয় পার্টির গোলাম সরোয়ার, সতন্ত্র প্রহর কান্তি সরকার ও বাংলাদেশ মুসলিম লীগ এর আব্দুর সবুর শেখ। বাগেরহাট -২ থেকে কচুয়া উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা এস এম মাহাফুজুর রহমান (সতন্ত্র), বিএনএফ এর মোঃ আনোয়ার হোসেন এবং বাগোহাট-৪ থেকে মোরেলগঞ্জ পৌর মেয়র এস এম মনিরুল হক(সত্রন্ত্র), লায়ন সামসুল আলম (সতন্ত্র), বিএনএফ এর সাখাওয়াত হোসেন।
এদিকে মনোনয় জমা দেওয়ার শেষ দিন হিসাবে প্রশাসনের পক্ষথেকে নিরাপত্তা জোরদার করা হয় জেলা এবং উপজেলা নির্বাচল অফিস গুলোতে।
বাগেরহাট জেলা নির্বাচন অফিসার রুহুল আমিন মল্লিক বাগেরহাট ইনফোকে জানান, মনোনয়ন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া বিকাল ৫ট পর্যন্ত অব্যহত থকবে। এখন পর্যন্ত জেলার ৪টি আসন থেকে মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
বাগেরহাট ইনফো ডটকম।।