বাগেরহাটের মোরেলগঞ্জে চকলেট বোমা (ককটেল) বিস্ফারণের অভিযোগে দুই ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দের পর ছেড়ে দিল পুলিশ।
এরা হলেন- এরা হলেন লীগ ক্যাডার শাকিল খান (২১) ও জসিম শিকদার (২২)।
উপজেলার পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মজুমদার তারা ইউনিয়ন ছাত্রলীগের সাথে জড়িত বলে নিশ্চিত করেছেন।
স্থানানীয়রা জানান, ১৮ দলীয় জোটের ডাকা ২য় দফা অবরোধ কর্মসূচীর ১ম দিন শনিবার রাতে মোরেলগঞ্জের পাঁচগাও পুলিশ ফাড়ির সন্নিকটে ককটেল বিষ্ফোরণ ঘটায় তারা। পরে স্থানীরা তাদেকে আটক করে পুলিশে দেয়।
পাঁচগাও পুলিশ ফাড়ির এএসআই আজিজ জানান, এলাকায় আতংক সৃষ্টি করার উদ্দেশে ফাঁড়ি সংলগ্ন বাজারে বোমা বিষ্ফোরণ ঘটালে স্থানীয় লোকজন শাকিল ও জসিমকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।
তবে, এবিষয়ে থানা মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাগেরহাট ইনফোকে জানান, চকলেট বোমা বিস্ফারণের সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে প্রথমে গ্রেফতার করা হয়। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
০১ ডিসেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই