প্রচ্ছদ / খবর / আওয়ামী লীগ অফিসে আগুন

আওয়ামী লীগ অফিসে আগুন

বিরধী জোটের ডাকা দেশ ব্যাপি ৭২ ঘন্টা অবরোধের ২য় দিন বাগেরহাটের মংলায় আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

Mongla-Bagerhat মংলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত উপজেলা আওয়ামীলীগ কার্যালয়টি এসময় পুঁড়িয়ে দেওয়া চেষ্টা চালায় তারা।

শনিবার দিবাগত গভীর রাতে এ নাশকতার চেষ্টা চালানো হয় বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। তবে পুলিশের সহায়তায় তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে নেওয়ায় বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয় নি।

মংলা থানার সেকেন্ড অফিসার মঞ্জুর ইলাহি  স্থানীয় নাইট গার্ডের বরাত দিয়ে বাগেরহাট ইনফোকে জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে  একজন দুর্বৃত্ত শহরের শেখ আ.হাই সড়কে অবস্থিত আওয়ামীলীগ কার্যালয়ের খোলা জানালা দিয়ে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে নাশকতার চেষ্টা চালায়।

তিনি আরো বলেন, তাৎক্ষণিক নাইগার্ড আগুন দেখে দুর্বৃত্তকে ধাওয়া করে। তবে সে (দুর্বৃত্ত) পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ এসে কার্যালয়ের তালা ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে নেয়। রাতে গভীর অন্ধকার থাকায় নাশকতাকারীকে চিহ্নিত করা যায় নি  ।

ঘটনার পর বাড়তি সতর্কতার কথা বলতে গিয়ে মঞ্জুর ইলাহি জানান, সব সময় ওই কার্যালয়ের (আওয়ামীলীগ) সামনে একজন নাইটগার্ড ও একজন পুলিশ থাকলেও এবার থেকে নিরাপত্তার বিষয়টি জোরদার করা হবে। এছাড়  যে কোন অপৃতিকর ঘটনা মোকাবেলায় বর্তমানে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছেন।

আওমীলীগ কার্যালয়কে ঘিরে নাশতকার চেষ্টার বিয়টি স্বীকার করে মংলা থানা যুবলীগের সভাপতি ইব্রাহিম হোসেন বাগেরহাট ইনফোকে বলেন, আগুনে কার্যালয়ের চোয়ার টেবিলের ক্ষতি হয়েছে। তবে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরণের নাশকতা থেকে রক্ষা পাওয়া গেছে।

তবে এ ঘটনায় কাউকে বা কোন রাজনৈতিক সংগঠনকে দায়ী করা হচ্ছে কিনা এমন প্রশ্নে জবাবে তিনি তাৎক্ষণিক কিছু জানান নি।

রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবিষয়ে থানায় কোন মামলা হয় নি। তবে ঘটনায় জড়িতদের সনাক্ত করতে কাজ শুরু করেছে বলে জানান থানার সেকেন্ড অফিসার ।

০১ ডিসেম্বর ২০১৩ :: স্টাফ করেসপন্ডেন্ট মংলা,
বাগেরহাট ইনফো ডটকম।।
এমএম ফিরোজ/এসআই হক-নিউজ ডেস্ক/বিআই

About ইনফো ডেস্ক