সুন্দরবন থেকে ২ টি জীবিত হরিণ উদ্ধার করেছে মংলাস্থ কোস্ট গার্ড পশ্চিম জোন।
বুধবার সন্ধ্যায় এক প্রেস বিবৃতিতে কোস্ট গার্ড জানায়, দুপুরে সুন্দরবনের আন্দারমানিক এলাকা থেকে জীবিত অবস্থায় ২ টি হরিণ উদ্ধার করা হয়।
মংলা কোস্ট গার্ডে জোনাল কমান্ডার এর পক্ষে লেঃ কে এম জে আলম স্বাক্ষরিত প্রেস বিবৃতি সূত্রে জানা যায়, সুন্দরবন সংলগ্ন কোস্ট গার্ড ষ্টেশন কয়রার টহল দল কয়রা থানাধীন আন্দারমানিক খালের নিকটে অবৈধভাবে হরিণ শিকার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিজান চালায়।
আভিযানিক দল আন্দারমানিক খাল এলাকায় পৌঁছালে হরিণ পাচারকারীদল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ ০২ টি ও তাদের ব্যবহৃত বোট রেখে জঙ্গলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত হরিণ দুটি ও নৌকাটি আন্দারমানিক ফরেষ্ট অফিসে হস্তান্তর করা হয়। পরে সকলের উপস্থিতিতে হরিণ ২টি সুন্দরবনে উন্মুক্ত করা হয়।
বাগেরহাট ইনফো ডটকম।।