১৮ দলের ডাকা দেশ ব্যাপি ৪৮ ঘন্টা অবরোধের ২য় দিন বাগেরহাটে মহাসড়কের পাশের গাছ কেটে ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেছে জোটের নেতা-কর্মীরা। এসময় ফকিরহাটে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে অবরোধ সমর্থকরা বাগেরহাটের খানজাহান আলীর মাজার ও ফকিরহাটের মুলঘর এলাকায় মহাসড়কে অবরোধ করে।
আটককৃত হলেন ফকিহাট উপজেলার শাহ আউলিয়াবাগের আব্দুল মজিদের ছেলে মিজানুর রহমান (৫০)।
ফকিরহাট থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাগেরহাট ইনফোকে জানান, পিকেটিং করার সময় তাকে আটক করা হয়। সে জামায়াতের একজন সক্রিয় কর্মী।
এছাড়া অবরোধ এর সমর্থনে জেলার রামপাল, মংলা, কচুয়া ও মোড়েলগঞ্জে ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ এদিন সকালে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে, বৈদ্যুতিক খুটি ও গাছের লক ফেলে সড়ক অবরোধ করে। বুধবার ভোর থেকে ১৮ দলের নেতাকর্মীরা মহাসড়কে জড় হয়ে এই অবরোধ কর্মসূচী পালন করে।
বাগেরহাটের খানজাহান আলী মাজার গেটে মহাসড়কে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাড ওয়াহিদুজ্জামান দিপু, ১৮ দলীয় জোটের সদস্য সচিব এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, জেলা জামায়াতের নায়েবে আমীর মাও. রেজাউল করিম অবরোধের নেতৃত্ব দেন।
পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
এছাড়া জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুই একটি ইজিবাইক, রিক্সা ছাড়া শহরে ও অভ্যন্তরীন রুটে যান চলাচল একেবারে নেই বললে চলে।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) লিয়াকত আলি বাগেরহাট ইনফোকে জানান, অবরোধ কর্মসূচিতে বাগেরহাটের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। নাশকতা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
এদিকে, বড় ধরনের যে কোন অপ্রিতিকর ঘটনা দমনে ও নাশকতা এড়াতে আজও মহাসড়কে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে পুলিশি টহল দিচ্ছে।
উল্লেখ, নির্বাচন কমিশন কর্তিক দশম জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষনার পর দেশ জুড়ে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল টানা ৪৮ ঘন্টা রাজপথ, নৌ-পথ রেলপথ সহ সর্বত্তক অবরোধের ডাক দেয়। বৃহস্পতিবার সকাল ৬টা দেশ ব্যাপি পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালনের কথা রয়েছে।
বাগেরহাট ইনফো ডটকম।।