বাগেরহাটে জেএসসি পরীক্ষা দিতে এসে নসিমনের চাকায় ওড়না পেচিয়ে প্রান গেল বৃষ্টি রানী ডাকুয়া নামের এক পরীক্ষার্থীর।
বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার পারনওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৃষ্টি সদর উপজেলার আতাইকাটী গ্রামের রবীণ ডাকুয়ার মেয়ে। সে পাতিলাখালি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
পাতিলাখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামুল হাদী রানা বাগেরহাট ইনফোকে জানান, বৃষ্টির পরীক্ষা কেন্দ্র ছিল বাগেরহাট শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়। পরীক্ষা শেষে সেখান থেকে নসিমনে করে বাড়ি ফেরচিল সে। পথে পার নওয়াপাড়া এলাকায় নসিমনের চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগে বৃষ্টির। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বাগেরহাট মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ লিয়াকাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট ইনফোকে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২১ নভেম্বর ২০১৩ :: মাসুদুল হক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More