বাগেরহাট শহরের ভৈরব (দড়াটানা) নদী থেকে রিজিয়া খাতুন (৬০) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পিতিবার বিকাল পৌনে ৫ টায় শহরের সুপারীপট্টি খেয়াঘাট এলাকা থেকে বাগেরহাট মড়েল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা বাগেরহাট ইনফোকে বলেন, বিকাল আনুমানিক ৪ টার দিকে নদীতে একটি লশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় তার। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এসময় সত্তার শেখ নামে নিহতের এক প্রতিবেশি লশটিকে রিজিয়া খাতুনের বলে সনাক্ত করেণ।
সত্তার শেখ বাগেরহাট ইনফোকে বলেন, রিজিয়া শহরের সফি মার্কেটের একজন ঝাড়ুদার। রিজিয়ার বাই রোগ ছিল। সে আজ সকালেও মার্কেটে ঝাড়ু দিয়েছে।
তিনি জানান, তার বড়ি শহরের নাগেরবাজর এলাকর সুইপার কলনীতে। জলিল ও ছোট নামে তার দুটি সন্তান।
রিজিয়র গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। তার স্বামী মৃত আইউব আলী শেখও একই ভাবে পনিতে ডুবে মারা যায় বলে জানান তিনি।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বাগেরহাট ইনফোকে জানান, নদীতে একটি লাশ ভাসছে এমন খবরে এসআই শফিউদ্দিন এর নেত্রীত্বে পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে তার নাম রিজিয়া খাতুন বলে জানা গেছে। নদীতে গোছল করতে নেমে ভেষে গিয়ে তার মৃত্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তার ছেলেদের খবর দেওয়া হয়েছে। এব্যাপারে থানায় এটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
২১ নভেম্বর ২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই