দুর্গম ও পিছিয়ে পড়া উপকূলীয় এলাকার মানুষের কাছে নিরাপদ পানি, স্যানিটেশন, পরিস্কার পরিচ্ছন্নতা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন তথ্য সরবরাহের পাশাপাশি ব্যাপক গণসচেতনা সৃষ্টির লক্ষ্যে মংলায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী পরিবেশ ও ওয়াটসান মেলা।
উপজেলা প্রশাসন ও সরকারী বেসরকারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় রবিবার বিকেলে মংলা কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বাকাইদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা এস এম কায়েস প্রমুখ। মেলায় বিভিন্ন সংগঠনের ২৪ টি স্টল বসেছে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮ পর্যন্ত পরিবেশ ও ওয়াটসান মেলা সকলের জন্য খোলা থাকবে।