প্রচ্ছদ / খবর / বাগেরহাট-খুলনা মহাসড়কে এক ঘন্টা সড়ক অবরোধ

বাগেরহাট-খুলনা মহাসড়কে এক ঘন্টা সড়ক অবরোধ

মঙ্গলবার সকালে বাস ও মাহেন্দ্র চালকদের বিবাদের জের ধরে বাগেরহাট-খুলনা মহাসড়কে প্রায় ঘন্টা ব্যাপি বন্ধ ছিল যান চলাচল।
সকাল ১০টা থেকে বেলা এগারোটা পর্যন্ত এ সময়ে বাগেরহাট-খুলনা সড়কসহ অভ্যন্তরীণ ১৬টি রুটে বন্ধ থাকে যান চলাচল।
জানা গেছে, বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বাগেরহাট-খুলনা সড়কের কাটাখালী মোড়ে দুই বাস চালককের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মাহেন্দ্র চালকরা মারধর করলে এ অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
আন্ত:জেলা (রুপসা-বাগেরহাট) মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তালুকদার এ বাকী জানান, সকালে রুপসা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাস ফকিরহাটের কাটাখালী মোড়ে পৌঁছলে সেখানে দাড়িয়ে থাকা যাত্রীদের বাসে উঠানোকে কেন্দ্র করে মাহেন্দ্র চালকরা পারভেজ ও কবীর নামে ২ বাস চালককে মারধর করে।
এখবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা জড়ো হয়ে হামলাকারীদের বিচার ও বাগেরহাটের সকল রুটে চলাচল করা অবৈধ নছিমন, করিমন, মাহেন্দ্র বন্ধের দাবীতে সকাল দশটা থেকে বাগেরহাটের ১৬টি অভ্যন্তরীণ রুটে গাড়ী চলাচল বন্ধ করে দেয়। পরে বাস মালিক সমিতি, মটর শ্রমিক ইউনিয়ন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা এসে বুধবার থেকে বাগেরহাটের সকল সড়ক ও মহাসড়ক থেকে অবৈধ যান বন্ধ করার আশ্বাসে বেলা ১১ টার পর যান চলাচল স্বাভাবিক হয়।
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. নিজামুল হক মোল্লা জানান, বাস শ্রমিকদের মারধরের খবরে শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে বুধবার সকাল থেকে সড়ক ও মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অবৈধ নছিমন, করিমন ও মাহেন্দ্র বন্ধ করা এবং হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিয়েছে।
১৯ নভেম্বর ২০১৩ :: ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক