সারা দেশের মত বাগেরহাটেও শুরু হয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপ- ২০১৪ এর টিকিট বিক্রি।
রোববার সকাল থেকে জেলার অগ্রনী ব্যাংক বাগেরহাট শাখায় শুরু হয় টিকিট বিক্রি।
দেশের মাটিতে প্রথম বারের মতোন টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট সংগ্রহে সকাল থেকে ব্যাংকের সামনে ছিল টিকিট প্রত্যাশীদের ব্যাপক ভিড়। আর তাদের বেশির ভাগই ছিল তরুন।
আজ থেকে শুরু হওয় টিকিট প্রদান কার্যক্রম চলবে আগামী এক সপ্তাহ পর্যন্ত।
পূর্ব নির্ধারিত নিয়ম অনুযাই, একজন ব্যক্তি একটি ম্যাচের সর্বোচ্চ ৪ টি টিকিট ক্রয় করতে পারবেন। আর ৪টি ক্যাটাগারিতে টিকিটের দাম নর্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫০, ৩০০, ৭৫০ ও ১০০০ টাকা। প্রতিদিন সর্বচ্চ ৭০ জন ব্যক্তি ব্যাংকের এ শাখা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
প্রথমিক ভাবে এই টাকার বিনিময় ব্যাংক থেকে টিকিট সংগ্রহের একটি ভাউচার প্রদান করা হবে। আর এ ভাউচার জমা দিয়ে ম্যাচের আগে টিকিট সংগ্রহ কর করতে হবে তাদের বলে বিসিবি সূত্রে জানা গেছে।
১৭ নভেম্বর ২০১৩ :: বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই