বাগেরহাটে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করেছে।
বুধবার সকালে জোটের নেতা-কর্মীরা খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে। এ সময়ে নেতা-কর্মীরা মহাসড়কে বসে ও শুয়ে অবরোধ কর্মসূচী পালন করে।
এ সময়ে সমাবেশে বক্তৃতা কনের কেন্দ্রিয় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু, শফিকুল ইসলাম টোকন, শরিফুল কালাম কারিম, মাও. তৈয়েবুর রহমান, অধ্যাপক মোফাজ্জেল হায়দার করেন।
এদিকে বুধবার ভোর থেকে নেতাকর্মীরা বাগেরহাট-খুলনা সড়কের খানজাহান আলীর মাজার মোড়ে অবস্থান করে সাড়ে সকাল ১০ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।
এসময় বক্তৃতা করেন, বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান দিপু, সাধারন সম্পাদক আলী রেজা বাবু, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম, সাধারন সম্পাদক এ্যাড আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, জেলা ছাত্রদলের সভাপতি সুজা উদ্দিন মোল্যা সুজন প্রমুখ।
অবরোধ কর্মসূচী পালন করতে এদিন ভোর থেকে বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, শ্রমিকদল, সদর থানা বিএনপি, শিবির-জামায়াত পৃথক পৃথক মিছিল নিয়ে খানজাহান আলী দরগাহ মোড়ে আসে।
তবে এখন পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রিকশা-ভান ও ইজিবাইক চলাচল করলে ও অভ্যন্তরীন বা দুরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
বাগেরহাট ইনফো ডটকম।।