মংলা থেকে : বিএনপি শুধু ধ্বংস জানে গড়তে জানে না বলে মন্তব্য করেছেন প্রধান মন্ত্রি শেখ হাসিনা। বুধবার মংলার জয়মনিতে দেশের অন্যতম খাদ্যগুদাম (সাইলো) কমপ্লেক্স এর ভিত্তি প্রস্থর উদ্বোধন শেষে এক সুধি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে নির্মাণাধিন সাইলো এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন -৯৬ সালে ক্ষমতায় আসার পর আওয়ামীলীগ সরকার প্রথম এই ৫০হাজার মেট্রিকটন খাদ্যগুদাম(সাইলো) তৈরির সিদ্ধান্ত নেই। কিন্তু বিএনপি এসে তা বন্ধ করে দেয়।
এসয় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, একটি চালু বন্দর মংলাকে তারা ক্ষমকায় আসার পর বন্ধ করে দিয়েছে।
বিএনপির ধ্বংসাত্বক রাজনীতির উদাহরণ দিতে গিয়ে শেখ হাসিনা বলেন, তারা ক্ষমতায় এসে চট্রগ্রামের ৫০টা খাগুদাম ধ্বংস করেছে। আসলে বিএনপি ধ্বংস করতে জানে কোন কিছু গড়তে জানে না।
রামপালের বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে তিনি বলেন- এ বিদ্যুৎ কেন্দ্র হলে এ এলাকার মানুষের ব্যাপক কর্মসংস্থা হবে। নতুন নতুন শিল্প কারখানা সৃষ্টি হবে। গোটা দক্ষিণালের মানুষ বিদ্যুতের সুবিধা ভোগ করবে।
সরকারের শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা জানাতে গিয়ে তিনি বলেন, প্রত্যেকটি উপজেলায় একটি করে সরকারি স্কুলে ও কলেজ সৃষ্টির পরিকল্পনা রয়েছে আওয়ামীলীগ সরকারে। এ ছাড়া প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতে ল্যাবটব কম্পিউটার তুলে দেওয়ার পক্রিয়া শুরু করেছে সরকার।
গৃহ হীনদের অসায়ত্বের কথা উল্ল্যেখ করে তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশে কোন গৃহহীন মানুষ থাকবেনা। কমপক্ষে একটি করে টিনের ঘর দেয়ার প্রকিশ্রুতি দেন তিনি।
উল্লেখ, দুপুর ১২টা ১৫মিনিটে একটি বিশেষ হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী জয়মনিকে আসেন। সেখানে ৫০ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতা সম্পন্ন সাইলো কমপ্লেক্স এর ভিত্তি প্রস্থর স্থাপন উদ্ভোধন করেন।
এসময় তার সাথে ছিলেন খাদ্য মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য তোফায়েল আহম্মেদ, এমপি আমীর হোসেন আমু, স্থানীয় এমপি হাবিবুন নাহার ।
২০১১ সালের ২৩ নভেম্বর মংলা বন্দর ব্যবহার করে বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্য আপদকালীনের জন্য সংরক্ষণ এবং পরে তা সরকারের চাহিদামতো দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য মংলার পশুর নদীতীরে জয়মনিতে ৫০ হাজার টন ধারণ ক্ষমতার সাইলোটি নির্মাণকাজ শুরু হয় ।
বর্তমানে সাইলোর ৩৫শকাংশ কাজ শেষ হয়েছে । ২০১৪ সালের জুন মাস নাগাদ সাইলোর নির্মাণকাজ শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১৩ নভেম্বর ২০১৩ :: এমএম ফিরোজ, স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই