বুধবার (১৩ নভেম্বর) বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ এর সভানেত্রী শেখ হাসিনা। এসফরকে কেন্দ্র করে জেল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে এখন চাঙ্গ ভাব।
এ সফরে মোট ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন ছাড়াও দুটি জনসভায় যোগ দেবেন তিনি। তাই দম ফেলার সময় নেই নেতা-কর্মীদের।
সফরকে কেন্দ্র করে ইতমধ্যে বাগেরহাট আসতে শুরু করেছেন কেন্দ্রীয় নেত্রীবৃন্দ।
এদিকে, মেয়াদের শেষ সময়ে দলীয় সভানেত্রীর এ সফরে কেটেছে দলের অভ্যান্তরের কোন্দল। এতদিন নানা কারনে বিভক্ত থাকলেও এখন সবাই কাজ করছেন এক হয়ে। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ও জনসভা সফল করতে চলছে জোর প্রস্তুতি। জেলা ও উপজেলা পর্যায়ে দফায় দফায় চলছে প্রস্তুতি সভা।
চলছে সভামঞ্চ নির্মান, তোরন, ব্যানার, ফেসটুন তৈরি ও স্থাপন এবং মাইকিং এর কাজ। সন্ধায় প্রধানমন্ত্রীকে বাগেরহাটে স্বাগত জানিয়ে শহরে মিছিল করেছে ছাত্রলীগ।
সন্ধা সাড়ে ৬টায় ছত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগের নেত্রীত্বে জেলা আ’লীগ এর কার্যলয়ের সমনে থেকে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলরোড় এর দলীয় কার্যালয়ে এসে শেষ হয় মিছিলটি।
অপরদিকে ব্যাস্ত প্রশাসনও, নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়ার জন্য নিরবচ্ছিন্ন ভাবে কাজ করছে তার। এছাড়া প্রধানমন্ত্রী যেসব স্থানে অবস্থান ও সভা করবের সেখানকার নিরাপত্তা ও সাজ-সজ্জার প্রস্তুতি শেষের পথে।
বাগেহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলী বাগেরহাট ইনফোকে জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনে প্রস্তুতি শেষ হয়েছে।
এদিকে বিরধী ১৮দলীয় জোটের ডাকা হলতালের উত্তাপ নেই বাগেরহাটে। দূরপাল্লা পরিবহন ও আন্তঃজেলার তেমন কোন যানবাহন চলাচল না করলেও প্রধানমন্ত্রী আগমন উত্তাপে হরতাল আতংক নেই শহরে।
১১ নভেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই